জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান টোটো চালকদের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল গ্রামাঞ্চলে কোন টোটো শহর অঞ্চলে ঢুকতে পারবে না। তারপরই বর্ধমান পৌরসভার তরফে ৩৪০০ টোটো চালককে কিউ আর কোড প্রদান করা হয়েছে। কিউআর কোড ছাড়া বর্ধমান পৌরসভা এলাকায় অন্য কোন টোটো চলবে না। তাতেই সমস্যায় পড়েছেন কিছুসংখ্যক টোটো চালক। তাদের কাছে বর্ধমান পৌরসভার দেওয়া কিউআর কোড নেই তাতেই সমস্যায় পড়ছেন তারা। বিভিন্ন জায়গায় জানিও হয়নি কোন লাভ। তাই সেই সমস্ত টোটো চালকরা একত্রিত হয়ে আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন। তাদের মূলত দাবী হল কিউআর কোড প্রদান করে তাদের টোটো চালাতে দিতে হবে। এই বিষয়ে এক টোটো চালক ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আমরা আমাদের এই সমস্যার কথা ১৩ই মার্চ বর্ধমান পৌরসভা জানিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব সাত দিন সময় চেয়েছিলেন কিন্তু তারপরও কিছু হয়নি। বিধায়ক সাহেব সেদিনই আমাদের বলেন আপনারা ওয়ার্ডের কাউন্সিলর কাছে কাগজ জমা দিন যা হওয়ার কাউন্সিলার মারফত হবে কিন্তু দু-একজন কাউন্সিলর জমা নিলেও বাকিরা আমাদের এই কাগজ জমা নিতে চাইছেন না। আমাদের মূল দাবি হলো আমাদের ইউ আর কোড দিয়ে টোটো চালাতে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *