বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:– মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারো হাজার কিলোমিটার নতুন রাস্তার শুভ সূচনা করলেন পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে, এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার নতুন রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন হলো। এবার এলাকার মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে, তারই আজ শুভ সূচনা হয়ে গেল ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ,নিমাই মহন্ত, চন্দন কুমার রক্ষিত,মোল্লা নাসের আলি, আতাউল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।
ইন্দাসে প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার নতুন রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply