নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে । দ্রব্য মূল্য বৃদ্ধি ও চরম বেকারত্বের বিরুদ্ধে মঙ্গলবার দেশ ব্যাপী সোচ্চার কন্ঠে প্রতিবাদে দিবস অনুষ্ঠিত হলো ,রানাঘাট আইসতলা কালীতলা মোড়ে
উপস্থিত ছিলেন সুবীর ভৌমিক , সুবোধ দাস সহ স্থানীয় নেতৃত্ব।
আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদে দিবস অনুষ্ঠিত হলো।

Leave a Reply