দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রত্যেক বছরের মতোই রামনবমী উপলক্ষে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিরাট শোভাযাত্রা আয়োজিত হলো। উল্লেখ্য কোরোনা আবহের কারণে বিগত এক বছর রামনবমীর শোভাযাত্রা বন্ধ ছিল বুনিয়াদপুরে। বৃহস্পতিবার সকালে বুনিয়াদপুর সারদা স্কুল থেকে বিরাট ধর্মীয় শোভা যাত্রা শুরু হয়। প্রথমে নারায়নপুর থেকে শুরু করে পরবর্তীতে ডিটল হয়ে সমগ্র বুনিয়াদপুর শহর প্রদক্ষিণ এর পর বিরাট এই শোভাযাত্রার পরিসমাপ্তি ঘটে। গেরুয়া পতাকা নিয়ে কয়েক হাজার মানুষজন এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বাইক র্যালি দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন সমগ্র বুনিয়াদপুরবাসী। কোন রকম অপ্রীতিকর ঘটনায় এরাতে সকাল থেকেই বুনিয়াদপুর শহরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল বংশীহারী থানার পক্ষ থেকে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী আট থেকে আশি প্রত্যেকেরই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
প্রত্যেক বছরের মতোই রামনবমী উপলক্ষে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিরাট শোভাযাত্রা আয়োজিত হলো।












Leave a Reply