অভিষেকের বার্তা পাওয়ার পরেই দিল্লিতে চিঠি লিখতে ব্যস্ত নারায়ণগড়ের তৃণমূল কর্মী সমর্থকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল অর্থাৎ শনিবার আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক কোটি চিঠি পাঠাবেন দিল্লিতে। আর এই বার্তার পর রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ তেরো নম্বর গ্রাম পঞ্চায়েতের খালি না বুথে তৃণমূল কর্মী সমর্থকরা ১০০দিনের জব কার্ড হোল্ডারদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারপর। একে একে চিঠি লিখেন এবং সেই চিঠি খামের মধ্যে ভর্তি করে দেন। এই কর্মসূচি সারাদিন নারায়ণগড় ব্লকে পাঠানো হবে বলে এমনটাই তৃণমূল সূত্রে জানা গেছে। এই সম্বন্ধে তৃণমূল নেতা তথা এস সি সেলের সভাপতি সুশান্ত ধল তিনি বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আর সেই ঘোষণা মতো আজকে আমরা যারা জব কার্ড হোল্ডার যারা ১০০ দিনের কাজ করেছেন সমস্ত দল কে আহবান করছি, তারা যেন আমাদের এখানে এসে চিঠি লিখে কেন্দ্রের কাছে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *