কৃষি নির্ভর পশ্চিমবঙ্গে চৈত্রের শেষে প্রখর দাবদাহে কৃষি কাজে যুক্ত মানুষজনদের জীবন দুর্বিসহ।

বাঁকুড়া-ইন্দাস, আব্দুল হাই:- চৈত্রের প্রখর সূর্যের দাবদাহে মানুষের জীবন হয়ে ওঠেছে দুর্বিসহ।সারা ভারতবর্ষের বেশিরভাগ গ্ৰামই কৃষিনির্ভর আর সে মতোই পশ্চিমবঙ্গেও তাই। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঠ জুড়ে সবুজে ভরা ধান। এই ধান পরিচর্যার জন্য প্রখর দাবদহকে উপেক্ষা করে কৃষকেরা তাই মাঠে । চৈত্রেই যদি কৃষকদের এই অবস্থা হয় ? বৈশাখে কি হবে? আর সেরকমই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামে।
কৃষকেরা মাথায় গামছা, কেউ বা ছাতা মাথায় দিয়ে মাঠে ঘুরছে, কেউ ধানের জমিতে জল দেওয়ার জন্য, কেউ ঘুরছে ধানের জমিতে জল আছে কিনা সেটা দেখতে কেউবা ধান জমিতে নিরানির কাজ সহ অন্যান্য কাজ করতে।
কাঠ ফাটা রোদে মহিলারাও জমিতে কাজ করছে এই দৃশ্যও ফুটে উঠেছে শিমুলিয়া গ্রামের মাঠে মাঠে।
কোন কোন কৃষক সারা মাঠ ঘোরার পর মুখের ঘাম মুছতে মুছতে ফিরে আসছে। কেউ কেউ প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
সংসারের স্বাচ্ছালতা আনতে কৃষকদের এই পরিশ্রমই পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর খাদ্যের ভান্ডার গড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *