দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র নারায়ণপুর এলাকায় ৯ লক্ষ টাকার অধিক ব্যায়ে টাওয়ার ক্লকের উদ্বোধন। উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য ও কাউন্সিলাররা। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র নারায়ণপুর বাসস্ট্যন্ড এলাকার টাওয়ার ক্লকটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছিল। ফলে ব্যস্ত সময়ে সময় দেখার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল শহরবাসীদের। বালুরঘাট পৌরসভার বর্তমান পৌরবোর্ড আসার পরে ঘড়িটি মেরামতের উদ্যোগ নেয়। যার পরে সোমবার আনুষ্ঠানিকভাবে ঘড়িটির উদ্বোধন করেন চেয়ারম্যান অশোক মিত্র। ঘড়িটি সম্পূর্ণ জি.পি.আর.এস সিস্টেম দ্বারা পরিচালিত। উদ্বোধিত হওয়া ঘড়িটির উপরে রয়েছে বিশ্ব বাংলার লোগো। জানা গেছে টাওয়ার ক্লকের সৌন্দর্য্যায়ন সহ ঘড়িটি স্থাপিত করতে খরচ পড়েছে ৯ লক্ষ টাকার অধিক। এও জানা গেছে ঘড়িটির রক্ষাবেক্ষণের জন্য একটি এজেন্সিকে নিযুক্ত করেছে বালুরঘাট পৌরসভা। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন শহরবাসীরা যাতে সঠিক সময় জানতে পারেন তার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে উপহার হলো এই টাওয়ার ক্লক।
বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র নারায়ণপুর এলাকায় ৯ লক্ষ টাকার অধিক ব্যায়ে টাওয়ার ক্লকের উদ্বোধন।

Leave a Reply