শাসক দল আশ্রিত জমি মাফিয়াদের দখলে মেলার মাঠ, এলাকায় রাতভর চললো গ্রামবাসীদের বিক্ষোভ।

0
104

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শাসক দল আশ্রিত জমি মাফিয়াদের দখলে মেলার মাঠ।মাফিয়াদের দাপটে শতাব্দী প্রাচীন নববর্ষের মেলা গ্রামবাসীরা সরিয়ে নিল অন্য জায়গায়।এলাকায় রাতভর চললো গ্রামবাসীদের বিক্ষোভ।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত এর হাতি ছাপা গ্রামে।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভালুকা অঞ্চলের হাতি ছাপা গ্রামের প্রায় শত বছর ধরে নববর্ষের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এলাকারই একটি মাঠে। জানা গেছে ওই জমিটি তুলসীঘাটা এলাকার এক অবহেলি গ্রামে মেলা করার জন্য গ্রামবাসীকে দান করেছিলেন।গ্রামবাসীদের অভিযোগ ওই জমিটি পরবর্তীকালে সমসির এক ব্যবসায়ী জাল রেকর্ড তৈরি করে জমিটি এলাকার জমি মাফিয়া দের মাধ্যমে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে।গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হচ্ছে।এলাকার বাসিন্দাদের অভিযোগ এর পিছনে শাসক দলের একাংশের মদদ রয়েছে।বিগত পাঁচ বছর ধরে ওই মাঠে মেলা না করতে দেওয়াতে নানা রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে গ্রামবাসীদের।এমনকি বর্তমান বছরের নববর্ষের দিনে তাদের মেলা যাতে না করা হয় সেজন্য ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে।বাধ্য হয়ে গ্রামবাসী তাদের এই ঐতিহ্যবাহী নববর্ষের মেলা অন্যত্র সরিয়ে নিয়েছেন।নববর্ষের দিন রাত্রে তারা মেলা প্রাঙ্গনে মাফিয়াদের দাদাগিরির বিরুদ্ধে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন।গ্রামবাসীদের দাবি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় তাদের পুরনো মাঠেই মেলা করতে দিতে হবে।স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মাঠটি স্থানীয় এক ব্যবসায়ী মেলার জন্য দান করেছিলেন।কিন্তু এলাকার কিছু শাসকদলের নেতাদের মদদে বেআইনিভাবে কিছু জমি মাফিয়া মেলার মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের সামিল হবে গ্রামবাসী।