হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য : সচেতন করতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- 22 মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সেই উপলক্ষে আজ 200 পড়ুয়া দের সামনে সচেতনতার বার্তা দিল পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি। বালুরঘাটে শিশু শিল্পায়ন আর্ট স্কুলের কচিকাঁচারা হারিয়ে যাওয়া জীববৈচিত্র্যদের সম্পর্কে বড় দের সচেতন করতে ছবি আঁকলো। বললো আমরা প্রকৃতির বন্ধু হবো। একদম প্রথমে জীববৈচিত্র্য কি এবং পৃথিবী জুড়ে জীববৈচিত্র্য দিবস কেন পালন করা হয় তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ব‍্যাখ‍্যা করেন সম্পাদক তুহিন শুভ্র মন্ডল। সঙ্গে ছিলেন সংস্থার বিজন সরকার, সনাতন প‍্রামাণিক, ত্রিদীব সরকার, অতনু ঘোষ,অসিত বর্মণ নয়নরা।
তারপর মাহিনগর পার্শ্বস্থ আত্রেয়ী নদীর ধারে গাছ ঘেরা মনোরম পরিবেশে সায়ন্তিকা, তনুশিয়া,তপজ‍্যোতি, অন্তরারা কেউ আঁকলো গাছ কেটে নিলে পাখিরা কোথায় যাবে, কেউ আঁকলো জীববৈচিত্র্য বাঁচলে প্রকৃতির ভারসাম‍্য বজায় থাকবে ইত‍্যাদি।
সমগ্র পৃথিবীর সঙ্গে সঙ্গে বালুরঘাট শহরে ও গ্রামীন এলাকা গুলিতেও পরিবেশের নানা সঙ্কটে জীববৈচিত্র্য সঙ্কটে। একটু একটু করে হারিয়ে যাওয়ার পথে পা বাড়িয়েছে পাখিরা।ক্রমশ: হারাচ্ছে চড়ুই, বাবুই,টুনটুনিরা। কমেছে গাছ। কমেছে মাছ বৈচিত্র্য। উপযুক্ত পরিবেশের অভাবে বাসস্থান চ‍্যুত শেয়াল, সাপ, প্রজাপতিরা। এই ধরণের কর্মসূচি কতটা প্রয়োজন?
অভিভাবক পার্থ মন্ডল, হারাধন পাল রা বলেন ‘ শিশু দের এখন থ‍েকেই পরিবেশ সচেতন করতে এই ধরণের সচেতনতা কর্মসূচি দরকার আছে।অনুভব করলাম আমাদের মতো বড় দেরও দায়িত্ব নিতে হবে।
উদ‍্যোক্তা দের পক্ষে, পরিবেশ কর্মী
তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও জীববৈচিত্র্য নিয়ে কম আলোচনা হয়। আর এই শিশুরাই আগামীর ভবিষ্যত। তাই এখন থেকেই ওদের বোঝানোর চেষ্টা করছি কি কি ফলের গাছণ, ফুলের গাছ লাগালে বা প্রকৃতির বন্ধু হলে হারিয়ে যেতে বসা জীববৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *