নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ভোর রাতে কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় লোকালয়ে চলে আসে একটি হাতি। বন্য হাতিটি বারবিশা বিটের জঙ্গল থেকে বের হয়ে কলা বাগান, সুপারি বাগানে তান্ডব চালানোর পর পেনু লাকড়া নামে এক মহিলার থাকার ঘরে টিনের বেড়া ভেঙে বস্তা ভর্তি চাল টেনে বের করার চেষ্টা করে হাতিটি। বুঝতে পেরে পেনু লাকাড়া হইহাল্লা শুরু করে দেয়। আশেপাশের মানুষ জোড়া হয়ে টর্চ লাইট জ্বালিয়ে হাতিটিকে জঙ্গলের ভেতরে তারিয়ে দেয়। ক্ষতিপুরনের দাবি জানিয়েছেন পেনু লাকড়া।
কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় লোকালয়ে চলে আসে একটি হাতি, চালাল তাণ্ডব।












Leave a Reply