ইন্দাস , আব্দুল হাই:- গ্রামগঞ্জের আনাচে-কানছে যে বহু বিরল প্রতিভার লুকিয়ে আছে সে কথা বারে বারে প্রমাণ হয়েছে আজ আবারও একবার সাংবাদিক আব্দুল হাই এর ক্যামেরায় উঠে এলো সেরকমই ২ বিরল প্রতিভার অধিকারী মানুষের,
জিয়া আলম নাকেই সুরের মূর্ছনা আর অরিজিত ঘোষ মুখে শব্দের সাহায্যে তবলার অনবদ্য মাদকতা বিস্তারে ক্ষণিকেই মোহিত করতে পারেন মানুষের হৃদয়।
নাকের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গান আর মুখের শব্দের তবলার অনবদ্য মাদকতায় মাতিয়ে দিতে পারে মানুষকে, এমনই বিরল দুই প্রতিভার জিয়া আলম ও অরিজিৎ ঘোষে। উভয়ের বয়স ৫২ ও ৫৬ বছর, বাড়ি ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে।
সুর , লয় তালের মাতোয়ারা এই বিরল প্রতিভা নাকে সুর তুলেই একটার পর একটা গান পরিবেশন করে যাচ্ছেন, আর মুখে তবলায় মাদকতা বিস্তার করে যাচ্ছেন অরিজিৎ ঘোষ, মন্ত্রমুগ্ধ শ্রোতা,
আর হবে নাই বা কেন এমন অদ্ভুত জলসার আসর প্রায় বিরল।
সত্যিই কি রকম সুরের মূর্ছনা আর তবলায় মাদকতা ছড়াচ্ছেন জিয়া আলম ও অরিজিৎ ঘোষ,, চলুন স্বচক্ষে তা দেখে নেব এবং শুনে নেব টিভির পর্দায়।
Leave a Reply