সাড়ম্বরে পালিত হল বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের 159 তম জন্ম দিবস পালন, বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর বনলতা রিসোর্ট সংলগ্ন এলাকয়।

বাঁকুড়া, আবদুল হাই:-  সাড়ম্বরে পালিত হল বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের 159 তম জন্ম দিবস পালন, বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর বনলতা রিসোর্ট সংলগ্ন এলাকয়।
ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ২৯শে মে ১৮৬৫ সালে বাঁকুড়ার পাঠকপাড়ায়, তার কর্মজীবন শুরু হয় কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজ করে পড়ে এলাহাবাদ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন। এলাহাবাদে থাকার সময় 1901 সালে প্রবাসী পত্রিকা প্রকাশ করেন, তারপর ১৯০৭ সালে মডান রিভিউ ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। ভগিনী নিবেদিতা ও এই পত্রিকায় লেখালেখি কাজ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে দ্য গোল্ডেন বুক অফ টেগর বইটি প্রকাশ সম্পাদনা করেন। শুধু বই প্রকাশ করেই থেমে থাকেননি তিনি একাধিক দেশ-বিদেশে আমন্ত্রণপত্র পেয়েছিলেন যেমন লীগ অফ নসেন্স এর আমন্ত্রণে রামানন্দ ইউরোপে গিয়েছিলেন। শুধু তাই নয় পেন ইন মাইটার দ্যান সোড তিনি নিজেকে নির্ভীক সাংবাদিক হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন ১৯৪৩ সালে ত্রিশে সেপ্টেম্বর ৭৮ বছর বয়সী এই নির্ভীক সাংবাদিক পরলোক যাত্রা করেন তার কর্মজীবনের চির সমাপ্তি ঘটে কিন্তু আজও ভারতবর্ষের মানুষ তাকেই সাংবাদিকের জনক হিসাবে আজও মনে রেখেছেন তাই আজ এই মহান ব্যক্তিকে মনে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও বাঁকুড়ার জয়পুর ব্লক ও কোতুলপুর ব্লকের ও বাঁকুড়া জেলার সাংবাদিক বন্ধুগণ সকলে তার চরণে নিবেদন করেন এবং দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করেন ও সাংবাদিক দিবস হিসাবে পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *