গঙ্গা মাতা পূজা ও দশহারা উপলক্ষ্যে নবদ্বীপের বিভিন্ন স্নানের ঘাট গুলিতে অসংখ্য পূর্ণার্থীদের ভিড়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ গঙ্গা মাতা পুজো, বাংলার ঘরে ঘরে পুজিতে হচ্ছেন গঙ্গা। এদিন সকালে চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের গঙ্গার তীরবর্তী বিভিন্ন স্থানের ঘাটগুলিতে দেখা গেল অসংখ্য পূর্ণার্থীদের ভিড়। নবদ্বীপ শহরসহ পার্শ্ববর্তী এলাকার বহু ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছেন নবদ্বীপের গঙ্গা তীরবর্তী স্নানের ঘাটগুলিতে। এইসব স্নানের ঘাট গুলিতে পূজিত হচ্ছেন দেবী গঙ্গামাতা।এদিন সকালে দেখা গেল জনবহুল স্নানের ঘাটগুলি যেমন রানীরঘাট, বড়ালঘাট , পোড়াঘাট ও শ্রীবাসঅঙ্গন ঘাটে বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং এলাকার মানুষের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা পূজা। এছাড়াও দেখা গেল এইসব স্নানের ঘাট গুলিতে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারী,সেই সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে যেকোনো দুর্ঘটনা ঘটলে তার মোকাবিলা করতে তৈরি রয়েছ কুইক রেসপন্ড টিমের সদস্যরা।
এদিন আরো দেখা গেল এই পুজোকে ঘিরে শুরু হয়েছে মেলা।
রাস্তার দুধারে পুজোর ডালি ও বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *