নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবারে কোচবিহার জেলার সিমানায় অভিযান চালালো আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জ। দিনভর যৌথ ভাবে অভিযান চালিয়ে কোচবিহার জেলার বক্সিহাট থানার অন্তর্রগত বইনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ৯০সিএফটি সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়।
সুত্রের খবর কাঠগুলি বক্সা ব্যাঘ্র প্রকল্পের আলিপুরদুয়ার জেলার কোন এক সংরক্ষিত বনাঞ্চল থেকে সড়ক পথে পাচার করা হয়েছিল। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিপুল পরিমান কাঠ উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন।
এবারে কোচবিহার জেলার সিমানায় অভিযান চালালো আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও কুমারগ্রাম রেঞ্জ।












Leave a Reply