বাঁকুড়া, আব্দুল হাই:- জীবন তো আমরা ফিরিয়ে দিতে পারবোনা। তবে প্রত্যেকের পাশে আমরা আছি’। করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনায় আহত হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনদের দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের একথা বললেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সোমবার তিনি আরো বলেন, রেলের তরফে মৃত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। তবে ঐ ঘটনায় সদ্য আঠারো উর্ত্তীর্ণরাই বেশী আহত হয়েছেন, তারা প্রথমবার কাজের উদ্দেশ্যে ঐ ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন। এছাড়াও এদিন তিনি আরো বলেন, এ পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন, তার মধ্যে দু’জনকে যেমন ছেড়ে দেওয়া হয়েছে তেমনি দু’জনের আঘাত গুরুতর। ‘আহত’ প্রত্যেকের ‘কাউন্সেলিং’ এর প্রয়োজন রয়েছে।
‘অভিশপ্ত’ ঐ ট্রেনের যাত্রী ছিলেন চেন্নাইয়ে বেসরকারী সংস্থায় কাজ করতে যাওয়া আকাশ দুলে, মিঠুন ভুঁইয়া, কাঞ্চন দুলেরা বলেন, দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য আমরা, এরাজ্যে কাজের সুযোগ নেই। আর সেই কারণে ভীন রাজ্যে পাড়ি দেওয়া। ঐ রেল দূর্ঘটনায় চোখের সামনে অনেককে মারা যেতে দেখলেও কোন রকমে তাঁরা বেঁচে ফিরেছেন বলে জানান। একই সঙ্গে ঐ ট্রেনে যাত্রী ছিলেন নার্সিং পড়ুয়া স্মৃতি মণ্ডলও। তিনিও আহত অবস্থায় এই হাসপাতালে ভর্তি। তবে সুস্থ হয়ে ফের বিশাখাপত্তমের নার্সিং কলেজে ফিরে যাবেন বলে তিনি জানান।
Leave a Reply