নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– বীরপাড়া থানার অন্তর্গত দলমোড় চা বাগানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ভুটানি মদ উদ্ধার করল আবগারি দফতর। গোপন সুত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আবগারি দফতর দলমোড় চা বাগানের বড়া লাইনে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভুটানি মদ বাজেয়াপ্ত করে। এদিন দলমোড় চা বাগানে আবগারি দফতরের বীরপাড়া,জয়ঁগা ও কালচিনি টিম একসাথে অভিযান চালায় বলে জানা যায়।
বীরপাড়া থানার অন্তর্গত দলমোড় চা বাগানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ভুটানি মদ উদ্ধার করল আবগারি দফতর।












Leave a Reply