তৃণমূলের উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, একটা জনবিচ্ছিন্ন দল, ওরা ভয় পেয়েছে বলেই মানুষের উপর আক্রমণ চালাচ্ছে : শমিক ভট্টাচার্য।

0
94

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, একটা জনবিচ্ছিন্ন দল, ওরা ভয় পেয়েছে বলেই মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। বুধবার সকালে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে তৃণমূল হার্মাদ বাহিনীর আক্রমণে জখম বিজেপি কর্মীদের দেখতে এসে একথাই জানালেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের জুয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন টাঙ্গাতে গেলে তাদের ওপর আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত হার্মাদ বাহিনী। তাদের আক্রমণে গুরুতর যখন অবস্থায় তিনজন বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শক্তি নগর জেলা হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে এই দিন সন্ধ্যায় বিষ্ণুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্য বিজেপির মুখপাত্র দেব পান্ডা। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে জখম বিজেপি কর্মীদের দেখতে এসে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।