বালুরঘাট কলেজের গেটে তালা মেরে বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ।

দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  তৃনমুলের আন্দোলনে ফের অশান্ত শিক্ষাংগন। তৃণমূল ছাত্র নেতার স্ত্রী ও বান্ধবী সহ একাধিক পড়ুয়ার ইন্টারনাল অ্যাস্যাইনমেন্ট জমা নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বালুরঘাট কলেজের গেটে তালা মেরে বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। জানা গিয়েছে, কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বহিরাগতরা। এমনকি এক পড়ুয়াকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই পড়ুয়া তড়িৎ মণ্ডলকে আহত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলা বিভাগের বিএ ও এমএ’র ইন্টারনাল অ্যাস্যাইনমেন্ট জমা দেওয়ার তারিখ মঙ্গলবার দুপুর দেড়টার সময় শেষ হয়েছে৷ প্রায় ১২ জন পড়ুয়া সেই অ্যাসাইনমেন্ট জমা দেননি। এর মধ্যে ওই তৃণমূল নেতার স্ত্রী ও বান্ধবীও রয়েছেন। কলেজের তরফে জানানো হয়, যাঁরা অ্যাস্যাইনমেন্ট জমা দিতে পারেননি তাঁদের কারণ জানিয়ে লিখিত চিঠি দিতে বলা হয়। চিঠি দিতে অনেকে আপত্তি জানান। সেইসময় একদল বহিরাগত ঢুকে পড়ে কলেজে। যাঁরা চিঠি দিচ্ছিলেন তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের জন্য কলেজ অধ্যক্ষকেও ঘেরাও করে রাখেন তাঁরা। এবিষয়ে কলেজ অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু সাফ জানিয়েছেন, বহিরাগতদের কোনওভাবেই কলেজে বরদাস্ত করা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, এমন কোনও কর্মসূচি তাঁদের তরফে বালুরঘাট কলেজে নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *