পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- আদিবাসী দিবসের অনুষ্ঠানের মিছিলকে উদ্দেশ্য করে কটুক্তি অভিযোগ, পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিল আদিবাসী জনকল্যাণ মঞ্চের সদস্যরা। তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ভবানীপুর ১ নম্বর অঞ্চলের শ্যামনগর গ্রামে।অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামের মঞ্চে আদিবাসী সমাজের কল্যাণে বক্তব্য রাখছেন ঠিক সেই সময় ডেবরার শ্যামনগর গ্রামে আদিবাসী সমাজের মানুষেরা আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে একটি মিছিলের আয়োজন করে। অভিযোগ সেই সময় তৃণমূল পার্টি অফিসে বসে থাকা জনা কয়েক মিছিলে যোগ দেওয়া আদিবাসীদের উদ্দেশ্য করে কটুক্তি করে। এরই প্রতিবাদ করে আদিবাসী সমাজের মানুষেরা। এরপরে ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসে ভাঙচুর চালায় আদিবাসী সমাজের মানুষেরা। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় শ্যামনগর তৃণমূল কার্যালয়ে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডেবরা থানার পুলিশ।
আদিবাসী দিবসের অনুষ্ঠানের মিছিলকে উদ্দেশ্য করে কটুক্তি অভিযোগ,পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিল আদিবাসী জনকল্যাণ মঞ্চের সদস্যরা,তীব্র উত্তেজনা ডেবরার শ্যামনগরে।

Leave a Reply