বাড়ি থেকে দেশি ও বিদেশি মদ তুলে এনে রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিলো গ্রামের মহিলারা।

0
153

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর এগরা:– দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চল ছিল অবৈধ ও বেআইনি মদের ব্যবসা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে বাড়ি থেকে দেশি ও বিদেশি মদ তুলে এনে রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিলো গ্রামের মহিলারা। মঙ্গলবার বিকালে স্বাধীনতা দিবসের দিনই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কাঁথগঞ্জ গ্রামে। অভিযোগ, দীর্ঘ ৫-৬ বছর ধরে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে কাঁথগঞ্জ এলাকায় ৪-৫ জন মিলে বিভিন্ন দোকানের আড়ালে চালাচ্ছিলো অবৈধ মদের কারবার। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে আমরা এদিন বাধ্য হয়ে বেআইনি মদের ঠেক ভাঙলাম। গ্রামের প্রমিলা বাহিনীরা জানিয়েছেন, পাহাড়পুর ও কাঁথগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চা পান বিড়ি, খাওয়ার দোকান এবং স্টেশনারি দোকানের আড়ালে চলত অবৈধ মদের ব্যবসা। আবার গ্রামেরই কয়েক জন তাঁদের বাড়িতেই চালাতো এই অবৈধ মদের ঠেক। এরা গ্রামের সুস্থ পরিবেশকে কলুষিত করছে। পাশাপাশি শিক্ষিত যুব সমাজকে নেশাগ্রস্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা বেশ কয়েক জন মহিলারা একত্রিত হয়ে রাস্তায় কয়েকশো লিটার দেশি ও বিদেশি মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আগামী দিনে যদি এই এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এই ঘটনাকে কেন্দ্র স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।