নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের কাজলী হল্ট এলাকার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মুখ্য গেট উদ্বোধন করা হলো শুক্রবার। এছাড়াও তিন দিন ব্যাপী ভাগবৎ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ফিতে কেটে আশ্রমের মুখ্য গেটের শুভ উদ্বোধন করেন সিতাই আশ্রমের অধ্যক্ষ স্বামী বিজ্ঞনানন্দ তীর্থ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশ্রম কমিটির সভাপতি নির্মলকান্তি দেব, আশ্রম কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় রায়বীর ছিলেন আশ্রম কমিটির কোষাধ্যক্ষ কমলকলি বসু, আহ্বায়ক ভৈরব চন্দ্র রায় প্রমুখ।
ফালাকাটা ব্লকের কাজলী হল্ট এলাকার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মুখ্য গেট উদ্বোধন করা হলো শুক্রবার।












Leave a Reply