ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে।

0
410

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন বহু বছর আগে। তবুও রীতিতে ছেদ ঘটেনি। ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও পূর্বপুরুষের সেই নিয়ম আজও একই ভাবে পালন করে চলেছেন সুভাষ বাবু ও তাঁর পরিবার।ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগরের দাস বাড়িতে গোটা শ্রাবণ মাস জুড়ে পদ্মপুরান পাঠ করা হয়। জানা গিয়েছে, ওপর বাংলার টাঙ্গাইলে প্রায় দুশো বছর আগে পদ্মপুরান পাঠ ও পুজোর সূচনা হয়।প্রায় ৬০ বছর আগে ওই পরিবার টি এপার বাংলার হেদায়েত নগরে চলে আসে। তা সত্ত্বেও পুজোর নিয়ম রীতিতে কোন ছেদ পড়েনি। এখন জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষ চন্দ্র দাসের পরিবার পুজোর এই পরম্পরা টিকিয়ে রেখেছেন। এদিকে মনসা পুজো ছাড়াও লক্ষী সহ অন্য দেবদেবীর পুজোও করা হয় বলে জানা যায়।