পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় পুড়ে যাওয়া বিস্কুট কারখানা মঙ্গলবার ঘুরে দেখলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, প্রসঙ্গত গতকাল অর্থাৎ সোমবার হঠাৎই আগুন জ্বলে ওঠে বিস্কুট কারখানায় ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে প্রায় ছয় থেকে সাত ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে ক্ষয়ক্ষতি হয় বহু, এদিন ঘুরে দেখার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা সাংসদ দিলিপ ঘোষ বলেন ক্ষতি হয়েছে তবে এখন কাজ বন্ধ রয়েছে।
খড়গপুরের মালঞ্চ এলাকায় আগুনে পুড়ে যাওয়া বিস্কুট কারখানা ঘুরে দেখলেন সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply