চন্দ্রকোনা-১ ব্লকের মার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো এক সচেতনতা শিবির।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- মোবাইল হোয়াটস ওয়াপ ম্যাসেঞ্জার সুসংহত ভাবে ব্যবহার করতে না পারলেই পাচারের মত ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হচ্ছে আজকের প্রজন্মকে। তাই অজানা কোনো ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ বা প্রেরণ একেবারেই করা চলবে না। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ এই কথা গুলি বলেন। তিনি চন্দ্রকোনা-১ ব্লকের মার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতা শিবিরে মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন।মোবাইলে ব্যক্তিগত তথ্য শেযার না করার জন্য তিনি পরামর্শ দেন। পাচারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বন্ধুত্ব করে চাকরি পাইয়ে দেবার নামে অথবা অভিনেত্রী বা মডেল বানানোর নামে প্রথমে প্রলোভিত করা হয়। তারপর সেই ফাঁদে পা দিলেই পতিতা পল্লীতে দেশে বা দেশের বাইরে তাদের পাচার করে দেওয়া হয়। তাছাড়া প্রতিস্থাপনের যোগ্য কিডনি হার্ট প্রভৃতিও পাওয়ার লোভে পাচার চক্রের দালালরা এটি সক্রিয়। সেই কারণে সকলকে সচেতন থাকতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, স্বপ্ন ভট্রাচার্য, স্বদেশ রঞ্জন ঘোষ প্রমুখ। কাজিবাবু আত্ম রক্ষার জন্য মেয়েদের ক্যারাটে শেখার ও যৌথ বাবে দল বেঁধে চলাফেরা করার পরামর্শ দেন। তিনি অপরাধের বিরুদয়েভ্রূক্ষে দাঁড়িয়ে আইনের সাহায্য নিতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *