নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্যতম জায়গা নদীয়ার এইমস হাসপাতাল। যেটি নদীয়ার কল্যাণীতে অবস্থিত সেই কল্যাণী এমস হাসপাতালে রোগীদের জন্য এবং হাসপাতালে কর্তব্যরত স্টাফদের জন্য রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সাংসদ তহবিল থেকে আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয়ে চারটি সৌর বিদ্যুৎ চালিত গাড়ি, প্রদান করলেন। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই হাসপাতালে বহু দেশ-বিদেশ থেকে মানুষও আসছেন। তাদের রোগের চিকিৎসা করাতে এখনো পর্যন্ত এইমস সম্পূর্ণরূপে চালু হয়নি, তাতে করেই বর্তমানে দু হাজারের বেশি রোগী প্রতিদিন তাদের চিকিৎসা করাচ্ছেন। এই হাসপাতালে পরবর্তীকালে যখন পুরোপুরি ভাবে চালু হবে তখন চিকিৎসা ক্ষেত্রে এক বিপুল উন্নতি হবে এবং রোগীরা তাদের সঠিক চিকিৎসা হাসপাতাল থেকে পাবেন। যেহেতু হাসপাতাল একটি স্বাস্থ্য সম্পর্কিত জায়গা সেই কথা মাথায় রেখে এবং পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে পরিবেশ দূষণকে রুখতে তিনি সাংসদ তহবিল থেকে আনুমানিক 25 লক্ষ টাকা ব্যয় এই চারটি সৌর বিদ্যুৎ চালিত গাড়ি এমস হাসপাতালকে প্রদান করলেন। এতে করে রোগীসহ হাসপাতালে কর্মরত সকলেই উপকৃত হবেন, পরবর্তীকালে এমস হাসপাতালের পরিকাঠামো আরো উন্নত করতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত দপ্তরে যেতে হতে পারে সেই সমস্ত দপ্তরে সংসদ নিজে যাবেন এবং স্বাস্থ্যপরিসেবার আধুনিকরণ করতে যতগুলি পদক্ষেপ নেওয়া যায় তিনি করবেন। যদিও সংসদের কাছ থেকে চারটি অত্যাধুনিক সৌর বিদ্যুৎ চালিত গাড়ি পেয়ে অনেকটাই খুশি হাসপাতালে কর্মরত স্টার্ট থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীরাও।
কল্যাণী হাসপাতালে চারটি সৌরশক্তি চালিত গাড়ি প্রদান বিজেপি সাংসদের।

Leave a Reply