নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা। বিধবংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হল তিন টি ঘর।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ৩ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পল্লীতে।খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আধঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে।দমকল কর্মীদের ততপরতার জন্য গোটা এলাকা বেচে যায়।ঘরে দুটি সিলিন্ডার ছিল।দমকল কর্মীরা দ্রুত আগুন আয়ত্বে আনেন।
জানা গেছে অবসর প্রাপ্ত এক কর্মীর স্ত্রী শ্যামলী সরকার এখানে থাকতেন।তাকে দেখভাল করতো প্রতিবেশী সুদীপ সরকার।তার অনুমান ধুপকাঠি কিংবা মোমবাতি থেকে আগুন লেগেছে।পুজোর পর তা নেভানো হয়নি।আগুনে বাড়ির যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।একটি বাইক ও পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী বাগচি।ক্ষতির পরিমান অনেক।তা খতিয়ে দেখছে দমকল।
অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা, বিধবংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হল তিন টি ঘর।












Leave a Reply