নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-বালুরঘাট থানা এলাকায় ২০১৫ সালে এক সাত বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার ঘটনায় দোষী ব্যক্তির সাত বছরের কারাদণ্ডের আদেশ আদালতের। দক্ষিণ দিনাজপুর জেলার স্পেশাল পকশো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ রায় ঘোষণা করেন।
জানা গেছে ২০১৫ সালের ১৪ ই ডিসেম্বর ওই শিশু তার বাড়ির পাশে মাঠে খেলাধুলা করছিল। সেই সময় প্রতিবেশী পাপাই দাস ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার যৌন হেনস্তা করে। ঘটনায় ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখ বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলাটি চলছিল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকশো আদালতে। ওই মামলাটি দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালতে চলার পর বিচারক গত বৃহস্পতিবার ঐ অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে। এদিন শনিবার রায় ঘোষণা করেন বলে জানান সরকারি আইনজীবী।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান ২০১৫ সালের ১৪ ডিসেম্বর তারিখে ঐ অভিযুক্ত নির্যাতিত ওই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে তার যৌন হেনস্থা করে। সেই মামলাতেই মাননীয়া বিচারক শরণ্যা সেন প্রসাদ ওই ব্যক্তির আজ সাজা ঘোষণা করেন। তিনি বলেন, দোষী ব্যক্তির সাত বছরের কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড এবং নির্যাতিতা কে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন বিচারক।
বালুরঘাট থানা এলাকায় ২০১৫ সালে এক সাত বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার ঘটনায় দোষী ব্যক্তির সাত বছরের কারাদণ্ডের আদেশ আদালতের।।।

Leave a Reply