জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বারবার চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ থেকে সরকারি সম্পত্তিও ।এবার সেই চুরির হাত থেকে নিস্তার পেল না পানীয় জলের একটি গাড়িও।দীর্ঘ সময় ধরে ক্লাব রোড সংলগ্ন একটি পানীয় জলের গাড়িপড়ে থাকার ফলেসেই পানীয় জলের গাড়ির যন্ত্রাংশ চুরি গেল। শনিবার বেশ কিছু মানুষ অবস্তি এলাকায় জলপাইগুড়ি পৌরসভার একটি পানীয় জলের গাড়ি, রাস্তার একধারে পড়েছিল আর সেই গাড়ির যন্ত্রাংশ চুরি গেল ।চুরি গেছে গাড়ির টায়ার থেকে শুরু করে কল এবং অন্যান্য যন্ত্রাংশ।এই ঘটনার পর মানুষের দাবি সরকারি সম্পত্তি দিকে নজর রাখা উচিত জলপাইগুড়ি পৌরসভার।
চুরির হাত থেকে নিস্তার পেল না পানীয় জলের একটি গাড়ি।












Leave a Reply