পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আজ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এর কার্যালয়ে জেলা শাসক সাংবাদিক বৈঠকে জানান যে পশ্চিম মেদিনীপুরের আতশবাজির কারিগরদের নিয়ে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এবং নারায়ণগড় ব্লকের মকরামপুরে ‘ সুবুজ বাজির ক্লাস্টার ‘ গড়বে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ৬০ জন বাজি কারিগর আবেদন করেছেন।
বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
জেলায় ১০৩০ জন বৈধ বাজি কারিগর রয়েছেন। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো রকম শব্দ বাজি করা যাবে না। সবুজ বাজি গড়ার প্রশিক্ষণ দেওয়া হবে। মহকুমা শাসক , এসডিপিও , দমকল আধিকারিক কে নিয়ে একটি কমিটি গড়া হয়েছে । তাঁরা ঠিক করবেন কারা এতে নথিভুক্ত হবেন। পোর্টাল এর মাধ্যমে এ পর্যন্ত ৬০ জন আবেদন করেছেন।
মকরামপুরে ‘ সুবুজ বাজির ক্লাস্টার ‘ গড়বে জেলা প্রশাসন সাংবাদিক বৈঠকে জানান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক।












Leave a Reply