নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- গাছে প্রেমিক যুগলের দেহ উদ্ধার। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের জশরাইল এলাকার ঘটনায় শোরগোল বৃহস্পতিবার সকাল থেকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই যুগল আত্মঘাতী হয়েছে বলেই মনে করছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লব হেমব্রম এবং মৃত গৃহবধূর নাম আলপনা মার্ডি। তারা দ্বীপখন্ডার সৈখাবাদ গ্রামের বাসিন্দা। এদিন সকালে ওই দুইজনকে পাশের গ্রামে একটি পুকুরের ধারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে তপন থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছে দেহ দুটি। পরে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়। অবৈধ প্রেমের জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এনিয়ে।
গাছে প্রেমিক যুগলের দেহ উদ্ধার।

Leave a Reply