নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে নতুন করে লড়াই শুরু হবে। আগামী লোকসভা নির্বাচনে আবারও তৃণমূলের প্রতীক চিহ্নে মহুয়া মৈত্র জিতে লোকসভায় প্রবেশ করবে। এদিন কৃষ্ণনগর শহরে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল নিয়ে একটি প্রতিবাদ মিছিল করে। মূলত চারটি কলেজের তৃণমূল সমর্থিত ছাত্রছাত্রীরা এদিনের প্রতিবাদ সভায় যোগদান করেন। সাংসদপদ বাতিলের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের। এ বিষয়ে নদিয়া উত্তর তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক জেলা সভাপতি সম্রাট পাল বলেন, এটা গণতন্ত্রের লজ্জা। কৃষ্ণনগরের মানুষের উন্নয়নের কথা বলতে গিয়ে তার কণ্ঠরোধ করে দেওয়া হলো। আমাদের এই প্রতিবাদ চলবে। আগামী দিনে প্রতিটি কলেজের গেটে গেটে আমরা প্রতিবাদ করব।
কৃষ্ণনগর শহরে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল নিয়ে একটি প্রতিবাদ মিছিল।

Leave a Reply