আলিপুরদুয়ারে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – আলিপুরদুয়ারে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে বিশেষ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নেমেছেন। সেখান থেকে গাড়িতে করে কাছেই সার্কিট হাউজে উঠেছেন। এদিন আলিপুরদুয়ার হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, বিধায়ক সুমন কাঞ্জিলাল, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, এসজিডি-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ডুয়ার্সকন্যা থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *