কেন্দপুকুর খোজাকান্দর মোড়ের নতুন নামকরণ করা হলো জিতু হেমরম মোড়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- কেন্দপুকুর খোজাকান্দর মোড়ের নতুন নামকরণ করা হলো জিতু হেমরম মোড়।১৯৩১সালে ১৪ই ডিসেম্বর অরণ্যের অধিকার ও নিজ বাসভূমে বসবাসের অধিকার ফিরে পেতে, স্থানীয় জমিদারদের শোষণ, তৎকালীন ইংরেজ সরকারের নির্মম অত্যাচারের বিরুদ্ধে মালদা জেলার হাবিবপুর- বামন গোলা- গাজোল ব্লকের স্থানীয় আদিবাসী সাঁওতাল ও আত্মীয়-স্বজনদের নিয়ে এক অসম লড়াইয়ে নেমেছিলেন জিতু হেমরম ও তার সঙ্গীরা। আদিনা মসজিদ দখল করে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু অচিরেই তাদের চেষ্টা বিফল হয় এবং ইংরেজ সরকারের পুলিশের গোলাবারুদ ও গুলির আঘাতে বীর জিতু হেমব্রম ও তার সঙ্গীরা সেদিন শহীদ হন। তাই স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ জিতু হেমরম ও তার সঙ্গীদের সম্মাননা জ্ঞাপন ও তাদের অবদানকে স্মরণীয় করার জন্য কেন্দপুকুর খোজাকান্দর মোড়ের নাম রাখা হলো জিতু হেমরম মোড়। সে উপলক্ষে আজ ২০২৩/১৪ডিসেম্বর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। উপস্থিত ছিলেন এলাকার সম্মানীয় বিধায়ক জুয়েল মুর্মু মহাশয়, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। সুখিরানি সাহা মহাশয়া, আকতৈল অঞ্চলের প্রধান গায়ত্রী বর্মন মহাশয়া, এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রতাপ সিং মহাশয়, বিশিষ্ট সমাজ সেবি ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কমলি সরেন,এবং জিতু হেমরমের পরিবারের লোকজন ও এলাকার অগণিত মানুষ। জিতু হেমব্রম অমর রহে।
জোহার জোহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *