জমি, ও কয়লার ব্যবসায় যুক্ত ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে সাতসকালে এজেন্সি হানা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহে হানা কেন্দ্রীয় এজেন্সির। রতুয়ার কাহালায় প্রাক্তন সিআইসিএফ কর্মী। বর্তমানে জমি, ও কয়লার ব্যবসায় যুক্ত ব্যবসায়ী শ্যামল সিং। আজ সাতসকালে এজেন্সি হানা। তবে কি কারনে এই তল্লাশি অভিযান এখনও স্পষ্ট নয়।তাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। আগামীকাল তাঁর ভাইঝির বিয়ে। আর এরইমধ্যে কেন্দ্রীয় এজেন্সির হানা। এজেন্সি আধিকারিকেরা বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। বাড়ির প্রত্যেক সদস্যদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়িতে রয়েছেন শ্যামল সিং ও। এই শ্যামল সিং দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন।মালদায় সিবিআই হানা। রতুয়ার কাহালায় প্রাক্তন সিআইএসএফ জওয়ান তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং-এর বাড়িতে সাত সকালেই হানা অভিযান চালালেন সিবিআই আধিকারিকরা। সকাল আটটা নাগাদ জমি ব্যবসায়ীর বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে বাড়ির ভিতরে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। তারা জমি ব্যবসায়ী শ্যামল সিং সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান। অবশেষে বেলা ১২টা নাগাদ সিবিআই আধিকারিকরা প্রাক্তন সিআইএসএফ জওয়ান তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং-এর বাড়ি থেকে বিভিন্ন নথপত্র বাজেয়াপ্ত করে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় নিয়ে যান বলে খবর। যদিও এই বিষয়ে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাননি। স্বভাবতই কি কারণে সিবিআই হানা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *