বাল্যবিবাহ রোধে গঙ্গারামপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুর বিডিও অফিসে গঙ্গারামপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বাল্যবিবাহ রোধে একটি বিশেষ একদিনব্যাপী সচেতনতামূলক সেমিনার হল। বর্তমান সময়ে বাল্যবিবাহ রোধে চাইল্ড লাইন,জেলা প্রশাসন ও নানান এনজিও সংস্থাগুলি একযোগে কাজ করছে। মূলত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ১৮ বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবং এই অল্প বয়সে বিয়ে হওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ তেমনি তার পাশাপাশি ওই ছাত্রীদের নানান শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় এইসব কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর বিডিও অফিসে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একদিনব্যাপী সচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জন প্রামাণিক সহ দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি যেমন লক্ষণীয় ছিল তার পাশাপাশি ছাত্রীদের মধ্যে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেল। এ বিষয়ে গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানান, ” রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইড লাইনের উদ্যোগে আজ গঙ্গারামপুর বিডিও অফিসের সভাকক্ষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি একদিন ব্যাপী সচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো যেখানে ছাত্রীদের বাল্যবিবাহ রোধে কিভাবে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনেও আমাদের এই প্রশিক্ষণ ও সেমিনার চলতে থাকবে, যাতে করে বাল্যবিবাহ রোধ আরও করা যায়”। এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে এই বিশেষ সেমিনারে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।
বাইট- গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *