নিজস্ব সংবাদদাতা, মালদা—-অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকা সত্ত্বেও টোটোতে করে দিচ্ছে শিশুদের শুধু কাঁচা ডিম,কোনোদিন ভাত ও খিচুরী রান্না হয় না,কর্মীকে ঘিরে বিক্ষোভ।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার বিলি করা হচ্ছে টোটো থেকে।সেই টোটোতেই এসেছেন অঙ্গনওয়ারি কর্মী।তাতে করেই বাড়ি ফিরবেন।পাশাপাশি নিয়মিত ডিম দেওয়া হয় না।খাবারও নিম্নমানের। সপ্তাহে এক-দুদিন ডিম দিলেও কাঁচা ডিম দেওয়া হয় বলে অভিযোগ।এমনই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।কেন্দ্রের কর্মী চিন্তামনি প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।তাদের অভিযোগ,নিয়ম মেনে খাবার দেওয়া হয় না।প্রতিবাদ করলে,যেখানে খুশি জানাতে পারেন বলে পাল্টা হুমকি দেন ওই কর্মী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার।যদিও ওই কর্মী অভিযোগ অস্বীকার করেছেন।*
অনিয়মের অভিযোগে উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

Leave a Reply