মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া টোল প্লাজা থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া টোল প্লাজা থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ কে কেন্দ্র করে এবার টোল প্লাজার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাড়ি চালকদের। অভিযোগ বিভিন্ন লরিচালকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলে ওই টোল প্লাজার কর্মরতরা। প্রতিবাদ করলে লরি চালকদের পড়তে হয় হুমকির মুখে। ঘটনাটি এদিন নদীয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন টোল প্লাজার। লরি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এইভাবে বেআইনি নিয়মে টাকা তোলা হয়। যেখানে একবার টোল প্লাজার স্লিপ দেওয়ার নিয়ম সেখানে দুবার স্লিপ দিয়ে টাকা তোলে টোল প্লাজার কর্তব্যরতরা। দীর্ঘদিনের এই ঘটনায় লরিচালকরা লিখিতভাবে জানান অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন কে। এরপর ওই সংগঠনের বেশ কিছু সদস্য এদিন টোল প্লাজার রাস্তার উপরে লরি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। একশ্রেণী লরিচালকদের অভিযোগ, ওই টোল প্লাজাটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তবুও বেআইনিভাবে কখনো ১০০ কখনো ২০০, কখনো আবার এরও অধিক টাকা তোলা হয়। প্রতিবাদ করলে হুমকি দিয়ে ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন, যদিও রাত্রি যত বাড়ে ততই বাড়ে জুলুম বাজিও। আজ ধৈর্যচ্যুত হয়ে বৃক্ষোভের রাস্তা বেছে নেন লরি চালকরা। যদিও খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ, এরপর বিক্ষুব্ধ লরিচালকদের সাথে কথা বলে। যদিও পুলিশ প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে রাস্তা অবরোধ তুলে নেয় লরিচালকরা। অন্যদিকে নবদ্বীপ পৌরসভা যদি এর করা পদক্ষেপ না গ্রহণ করে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন লড়িচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *