অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক সিয়াদ এন।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- এবার অষ্টম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ৩৬ টি পরিষেবা’ মিলবে” জানালেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। শুক্রবার ছাতনার শালডিহা গ্রাম পঞ্চায়েতের কেশরা হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি একথা বলেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারীর মধ্যে রাজ্য জুড়ে এক লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন কেশরা হাই স্কুল দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত জেলাশাসক সিয়াদ এন স্থানীয় মানুষ ও উপভোক্তাদের সাথে কথা বলেন।

জেলাশাসক সিয়াদ এন এদিন আরো বলেন, আজ থেকেই অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচী শুরু হলো। এবার দুয়ারে সরকার ক্যাম্প গুলিতে লক্ষী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড, বিনামূল্যে সামাজিক সূরক্ষা মোট সহ ৩৬ টি প্রকল্পের সুযোগ এখান থেকেই মিলবে। এদিনের এই দুয়ারে সরকার প্রকল্প ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে তিনি জানান। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মল্ল, ছাতনা থানা আইসি সিদ্ধার্থ সাহা ও পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কল্যান মন্ডল সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *