আবদুল হাই, বাঁকুড়াঃ কখনো কোট চত্বরে আবার কখনো অফিসের সামনে আখের রস বিক্রি করে সংসার প্রতিপালন করার লোকটি রাতের দিকে বাঁশিতে মন মুগকর সুর তুলে মাতিয়ে দেয় আট থেকে আশির হৃদয়। অবশ্য অনুরোধ এলে আখের রস বিক্রি করতে করতেই পাতার বাঁশিতে সুরের ঝংকার দিয়ে বিভিন্ন বিখ্যাত গানের সুরেলা লাইন বেরিয়ে আসে অনাহাসেই। অভ্যাসটা যখন প্রথম প্রথম করার চেষ্টা করেন তখন তাঁকে বাড়ির লোক পর্যন্ত পাগল ভাবতোন কারণ কেউ ভাবতেই পারেনি পাতাতেও বাঁশির সুর তোলা যায় কিন্তু যখন সেই সুর উঠলো তখন মুগ্ধ সকলেই। বাঁশের বাঁশির সাথে সাথে পাতার বাঁশিতে সুর তুলতেও সমান দক্ষ মানিক দাস বিভিন্ন জায়গাতেই যান বাঁশির সুরে মুগ্ধ করতে শ্রোতাদের। তাইতো, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় শোনা যায় মানিক দাসের বাঁশির সুর।

Leave a Reply