নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর:-
ব্রিজ নির্মাণের ১৫ বছর পরও পাকা রাস্তা না থাকায়, সমস্যায় বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ। ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর এলাকায় ডাঙ্গা খাঁড়ির উপর ব্রিজ নির্মাণ হয় যাতে এলাকার মানুষ সরাসরি রঘুনাথপুর দিয়ে ডাঙ্গা পঞ্চায়েত অফিস, বালুরঘাট জেলা হাসপাতাল ও বালুরঘাট শহরে আসতে পারে। কিন্তু ব্রিজ নির্মাণের পর পাকা রাস্তা না হওয়ায়, যানবাহনের চলাচলের অযোগ্য হওয়ায়, বালুরঘাট শহর ঘুরে আসতে হয় তাদের।
তৃণমূল পরিচালিত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপির সদস্য (মেম্বার) অসিত কুমার সরকার জানান, রাস্তার দাবি বারবার জেলা পরিষদ কে জানানো হলেও, কোনো ব্যবস্থা নেয়নি।
দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Leave a Reply