পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- উন্নয়নের পাশাপাশি বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষের মধ্যে খেলাধুলার উদ্দীপনা বাড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। সিদ্ধান্ত গ্রহণের পর দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আজ বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈত্রপুর ফুটবল ময়দানে এক বিশাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দুদিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। আজ প্রথম দিনের খেলায় ১২ টি দলের খেলা হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মণ্ডল, বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম কুমার ঘোষ, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, বৈকুন্ঠপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ, পঞ্চায়েত সদস্য মোজাম্মেল শা, কৃষ্ণা চক্রবর্তী সহ বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যাবৃন্দ।
বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।

Leave a Reply