বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে তৃণমূল যুব কংগ্রেস। সেই মতো বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ প্রীতিলতা মঞ্চে। ৫০০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন। জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন এবং মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে আজ এই রক্তদান শিবিরে শুভ আরম্ভ করা হয়। মূলত এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য।এই রক্তদান শিবির এক সুন্দর ঘটনার সাক্ষী রইল যেখানে আমরা দেখলাম এক প্রতিবন্ধী মেয়ে স্বেচ্ছায় তার রক্ত দান করল এই রক্তদান শিবিরে।এই রক্তদান শিবির উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *