সংসদ হামলার পেছনে দায় এড়াতে পারেন না তৃনমুল সুপ্রিমো মমতা ব্যানার্জী : সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ – সংসদে গ্যাস ঘোটালে কান্ডে বাংলা যোগে একের পর এক নতুন নতুন নাম সামনে আসা নিয়ে ফের একবার সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংসদ হামলার পেছনে দায় এড়াতে পারেন না বলেও তৃনমুল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে নিশানা করলেন তিনি।রবিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠকে তিনি এব্যাপারে অভিযোগ জানিয়ে বলেন এই কান্ডের পেছনে ললিত ঝা, সৌরভ চক্রবর্তী আছে না অন্য কেউ না মমতা ব্যানার্জী না তার ভাইপো আছে তা তদন্থ হলেই বেড়িয়ে আসবে। তবে সৌরভ থাকুক আর যেই থাকুক মমতা ব্যানার্জী এর দায় এড়াতে পারেন না, বলে সুকান্ত দাবি করেন এদিনের বৈঠকে। পাশাপাশি তার আরো অভিযোগ এই ললিত ঝা র মত শহুরে নকশাল তথা টুকরে টুকরে গ্যাং তাদের প্রমান লোপাটের জন্য মোবাইল পুড়িয়ে দেওয়া ও তথ্য লোপাট করার চেষ্টা চালাক না কেন লাভের লাভ হবে না। দেশের তদন্তকারি সংস্থাদের হাতে এখন নতুন নতুন টেকনলজি হাজির সত্য বেড়বেই যতই এই সব টুকরে টুকরে গ্যাং কংগ্রেস, বাম ও তৃনমুলের হাত ধরে দেশকে টুকরো টুকরো করার চেষ্টা চালাক না কেন সফল হবে না তারা। তৃনমুল, বাম কংগ্রেসকে বিধে সুকান্তর আরো অভিযোগ এরা হলো সব চোরে চোরে মাস্তাতু ভাই।তৃনমুলের সাথে এই টুকরে টুকরে গ্যাংয়ের যে একটা যোগ রয়েছে যাদবপুর কান্ড তার প্রমান বলে উল্লেখ করে বলেন কারো বিরুদ্ধে তাই কোন শাস্তি হয় না দোষীদের।পাশাপাশি যোগ করলেন এরাই তো বিধানসভা ভোটের সময় নো ভোট টু বিজেপি বলে আওয়াজ তুলেছিল।সুতরাং কারো বুঝে নিতে হবার কথা নয় হাতে হাত মিলিয়ে কারা কাজ করছে আর কারাই বা চোরে চোরে মাস্তুত ভাই।
এদিন তিনি ডায়মন্ডহারবার পুলিশকে সেরা পুলিশের সার্টিফিকেট দেওয়া নিয়েও তৃনমুল নেত্রীকে এক হাত নিয়ে বলেন পিসি চেয়েছেন তাই ভাইপোর জেলাকেই বেছে নিয়েছে রাজ্য পুলিশ।তার আরো অভিযোগ ওখানে পুলিশের একমাত্র কাজ ভাইপোর পা চ্যাটা।বড় বড় জিভ দিয়ে ভাইপোর পা চাটতেই পুলিশ ব্যাস্ত সেখানে।অথচ খুন রাহাজানির দুষ্কৃতিরা কোন শাস্তি পায় না। পিসির ভাইপোকে রক্ষা করতে বিরোধী দলকে সেখানে মিটিং মিছিল করতে না দেওয়াও সেখানের পুলিশের বড় একটা কাজ। তাই পিসি চেয়েছেন তাই পেয়েছে। অপরদিকে রাজপুর সোনারপুরের তৃনমুলের এক কাউন্সিলরে পাপিয়া হালদার বিয়ের প্রস্তাব অস্বিকার করায় তার তৃনমুলের এক কাউন্সিলর দ্বারা প্রান নাশের হুমকি নিয়ে বলতে গিয়ে সুকান্ত বলেন তৃনমুল মুখে বলে তারা নারীবাদি অথচ এদের আমলেই এই রাজ্য নারীদের নানান লানচ্ছনা ক্ষেত্রে সারা দেশের মধ্যে এগিয়ে। সুতরাং এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাই বৃথা।তাই শুধু সোনারপুরেই নয় রাজ্যের বেশির ভাগ এলাকাতেই নারীদের সম্মানহানীর ঘটনা ঘটছে।আর যেহেতু বিষয়টি তৃনম্ল তৃনমুল সেমসাইড ব্যাপার তাই পুলিশ অভিযোগ পেয়েও মিষ্কৃয় থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার বলে তার দাবি।
অপরদিকে মংগলবার রাজ্যের দাবি নিয়ে ভাইপোকে সাথে নিয়ে তৃনমুল নেত্রী মমতা ব্যানার্জীর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফের একবার মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদি বলে আখ্যা দিয়ে বলেন, উনি মিথ্যেবাদি আসলে বকেয়া ফকেয়ার নাম করে পা ধরতে যাচ্ছেন। ওসব ধরে কিচ্ছু হবে না। পাশাপাশি সুকান্তর দাবি এছাড়াও রাজ্যে পুলিশের ডিজি ২৮ তারিখ অবসর নেবে তাই ডিজি নিয়োগ নিয়েই তদ্বির করতে নেত্রী দিল্লি যাওয়া।মুখ্যমন্ত্রী তো সবটা বলেন না মিথ্যে কথা বলতেই উনি অভস্ত্য বেশি, বলেই মন্তব্য করেন সুকান্ত।

এদিকে দিল্লি থেকে গতকাল দুদিনের ঝটিকা সফরে নিজের সংসদীয় কেন্দ্রে এসেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।গতকালের পর আজও দিনভর ঠাসা কর্মসুচী রয়েছে তার।এরপাশাপাশি আজ রাত্রে দিল্লি ফিরে যাওয়ার উদ্দেশ্যে কলকাতা অভিমুখে রওনা হওয়ার প্রাক্কালে জেলার দুই প্রান্তে হিলি ও তপনে দুটি প্রাচীন চোদ্দ হাত মা কালী ও রাজুয়া কালী পুজো মন্ডপেও মায়ের দর্শনে যাবেন তিনি।পাশাপাশি পুজো দেখার সাথে ওই দুটি এলাকায় জনসংযোগ সেরে রাতের দার্জিলিং মেল ধরে ফিরে যাওয়ার জন্য মালদার উদ্দেশ্যে রওনা হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *