দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সিনেমার নায়কদের ছোটখাটো জিনিস আবিষ্কারের অভিনয় করতে বা স্ট্যান্ট করতে অনেকের চোখে পড়ে। কিন্তু সেই অভিনয়ে আবিষ্কার করা সেই জিনিস কোনো না কোনো সাধারণ মানুষের তৈরি যা সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে উঠে আসে। কিন্তু আসল আবিষ্কারক থেকে যায় পর্দার পেছনে । দেশজুড়ে এমন কত প্রতিভা হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনি একটি অভিনব প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে আমরা পৌছে গেছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। সামান্য গ্রিল ফ্যাক্টরির মালিক নিহার সরকার। দৈনন্দিন কর্মজীবনের ফাঁকে নিজের কল্পনা শক্তিকে রূপদান করে তৈরি করে ফেলেছেন অভিনব দুটি যন্ত্র। একটি অটোমেটিক ফ্যান চালিত রিভলভিং চেয়ার। এই চেয়ার গরম কালে মাথার উপর থাকা ফ্যানের মাধ্যমে স্নিগ্ধ বাতাস বসে থাকা ব্যক্তিকে ঠান্ডা করে দেবে। ব্যাটারিচালিত রিভলভিন চেয়ারে থাকা বৈদ্যুতিক পাখা শুধুমাত্র কেউ চেয়ারে বসে থাকা কালীনই চলবে অন্য সময় চেয়ার ফাঁকা থাকাকালীন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি চোরেদের হাত থেকে বাড়িতে বাঁচাতে অ্যালার্ম দরজা তৈরি করেছেন নিহার বাবু। মূলত দেখতে পাওয়া যায় বাড়িতে কেউ আসলে তিনি অ্যালার্ম বাজিয়ে বাড়ির লোককে ডাকেন দরজা খোলার জন্য। কিন্তু কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে যান বাড়ির লোক কিছু বুঝতেই পারেনা। সমস্যার হাত থেকে বাঁচাতে তৈরি করেছেন অ্যালার্ম দরজা এই দরজা যে কেউ খুললেই বেজে উঠছে অ্যালার্ম তাতে বাড়ির মানুষ সজাগ হতে পারছেন কেউ অসৎ উদ্দেশ্যে প্রবেশের আগেই। ফলে বাড়িতে চুরির হাত থেকে বাঁচাতে পারবে এই অ্যালার্ম দরজা নিহার বাবুর বিশ্বাস। তার তৈরি আগামী দিনে এই দুটি বাণিজ্যিকভাবেও কাজে লাগাতে চান বলে জানা গেছে।
নিহার সরকার, দৈনন্দিন কর্মজীবনের ফাঁকে নিজের কল্পনা শক্তিকে রূপদান করে তৈরি করে ফেলেছেন অভিনব দুটি যন্ত্র।

Leave a Reply