বর্ধমান পৌর উৎসব কমিটির সাংবাদিক বৈঠক।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২৩ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব। ইতিমধ্যেই সেই পৌর উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বর্ধমান পৌর উৎসব নিয়ে আজ বর্ধমান পৌরসভায় সাংবাদিক বৈঠক করা হয়। এই সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ২৩ শে ডিসেম্বর থেকে বর্ধমান শহরের উৎসব ময়দানে শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব ২০২৩। সব ধর্মের মানুষকে নিয়েই বর্ধমানের ঐতিহ্যবাহী এই পৌর উৎসব অনুষ্ঠিত হবে। সমস্ত ধরনের প্রচার আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমরা আশা করছি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে এই পৌর উৎসব। প্রতিবছরের মতো সাফল্যমন্ডিত হবে এ বছরের পৌর উৎসব। ৩১ তারিখ পর্যন্ত চলবে এই বর্ধমান পৌর উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *