
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বছর আটচল্লিশের মাঝ বয়সী যুবক ট্রেনে আত্মহত্যা করেন।ঘটনা টি ঘটে শিয়ালদহ -রানাঘাট শাখার শিয়ালদহ গামী ডাউন শান্তিপুর লোকালে শিমুরালি স্টেশনে।মাঝ বয়সী যুবকের নাম বাপি হালদার -বয়স- ৪৮ বছর। বাড়ি চাঁদুড়িয়া এক নম্বর জিপির পশ্চিম চাঁদুড়িয়ার শ্মশান পাড়ায়।ছেলে বিক্রম হালদার বলেন,বাড়িতে কোন গন্ডগোল ছিল না। কি কারনে বাবা এমন কাজ করলো বুঝতে পারছি না। একি কথা বললো এলাকার পঞ্চায়েত সদস্য সামিরুল ভাগারিয়া,এদের পরিবার খুব ভালো। আমি সংবাদ শুনে দৌড়ে এসেছি। পরিবারের পাশে আছি। প্রয়োজনী কাজ ছেড়ে দেহ টা রানাঘাট ময়না তদন্তে পাঠিয়ে দেয় রেল পুলিশ।











Leave a Reply