রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে নমাজ পাঠ করলেন লক্ষাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—আজ খুশির ইদ। তাই এই উপলক্ষে বৃহস্পতিবার সাত সকালেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে নমাজ পাঠ করলেন লক্ষাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকলে মিলে বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহের নিকট।মালদহের সুজাপুরের নয়মৌজা মাঠের নামাজ রাজ্যের অন্যতম বৃহৎ। প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন সুজাপুরে। ঈদগাহ মাঠ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও নামাজের ভিড় জমে। আজ খুশির ঈদ। চেনা সেই ছবি ক্যামেরাবন্দি আমাদের। আট থেকে আসি সকলেই শামিল ঈদের নামাজ পাঠে। অন্যদিকে আজ খুশির ঈদে পুরুষদের সাথে পাল্লা দিয়ে নামাজ পাঠে অংশ নিলেন মহিলারাও। ঈদ উপলক্ষে শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জন কল্যান কমিটির উদ্যোগে মহিলারা নমাজ পাঠ করলেন। এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নমাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নমাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নমাজ পাঠে অংশ নেন। নমাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *