নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর:-আগামী ১৮ই এপ্রিল হরিরামপুর হাসপাতাল পার্শ্ববর্তী মাঠে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে ৬ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল । এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জন সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুরে মুখ্যমন্ত্রীর সভায়স্থল পরিদর্শন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন বিপ্লব বাবু প্রশাসনিক আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলেন । তবে আগামী লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই হরিরামপুরে নির্বাচনী জনসভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ।
হরিরামপুরে মুখ্যমন্ত্রীর সভায়স্থল পরিদর্শন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply