ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের। অভিযোগ পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঁচামারি জামতলা এলাকার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগের সরব তৃণমূল নেতৃত্ব । শনিবার সকাল দশটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তারা । এদিন নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ আরো অন্যান্য নেতা নেতৃত্বরা। তাদের অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃতীরা তাদের ৫০টি ফ্ল্যাগ খুলে দেওয়া এবং দুটি ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ তুলেন তারা।তাদের দাবি যাতে দুষ্কৃতিদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক দাবি জানিয়ে এদিন পথ অবরোধে শামিল হন । এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছাই মালদা থানার পুলিশ ওঠার জন্য কথাবার্তা আলোচনা করলেও তৃণমূলের কর্মীরা আন্দোলন চালিয়ে যান।অন্যদিকে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় আটকে পড়ে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি।খবর লেখা পর্যন্ত অবরোধ চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *