কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :– আজ মহাষষ্ঠী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার এলাকায় নিউ ইউথ ক্লাব সংগঠনের পরিচালনায় শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন করা হয়, জানা গিয়েছে শুরু হয়ে ছিল ১৯৬২ এই বছর ৬২ তম বর্ষে পদার্পণ করল এই বাসন্তী পুজো, পুজোর কটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ সেবক মূলক কর্মসূচি, রবিবার ছিলো মহাষষ্ঠীর সন্ধ্যা পুজোর শুভ সূচনা করলেন কোলাঘাট বীট হাউস থানার Si আধিকারিক। আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মহা ধুমধামের সাথে, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবী ও ক্লাব সংগঠনের সদস্যরা, সব মিলিয়ে এক কথায় বলা যায় শ্রীশ্রী বাসন্তী দেবীর পূজোকে ঘিরে পুজোর কটা দিন থাকছে জম জমাট কোলাঘাট নতুন বাজার এলাকায়।
কোলাঘাট নতুন বাজারে নিউ ইউথ ক্লাব সংগঠনের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন।

Leave a Reply